ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

হাবিবের সুরে ন্যানসি ও প্রতীক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, জানুয়ারি ২৯, ২০১৭
হাবিবের সুরে ন্যানসি ও প্রতীক (বাঁ থেকে) হাবিব, ন্যানসি ও প্রতীক হাসান (ছবি: সংগৃহ ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সুর-সংগীতে নতুন বিজ্ঞাপনচিত্রের জন্য গাইলেন কণ্ঠশিল্পী ন্যানসি ও প্রতীক হাসান। এবারই প্রথম কোনো গানে তাদের দ্বৈত কণ্ঠ শোনা যাবে।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকার গ্রিন রোডে হাবিবের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এটি ব্যবহার হবে প্রাণ আপের একটি বিজ্ঞাপনে।

এ প্রসঙ্গে ন্যানসি বাংলানিউজকে বললেন, ‘এ পর্যন্ত প্রাণ আপের যতো বিজ্ঞাপনচিত্র তৈরি হয়েছে, প্রায় সবকটিরই নেপথ্য গান গেয়েছি আমি। সংখ্যায় সাত-আটটি তো হবেই। তবে প্রতীক আর আমি এবারই প্রথম একসঙ্গে গাইলাম। ও খুবই ভালো গায়। ’  

১১ লাইনের গানটিতে ন্যানসি ও প্রতীক দু’জন একসঙ্গে গেয়েছেন ‘প্রাণ খুলে বলে দেবো মনের কথা/প্রাণ খুলে জেনে নাও মনের কথা/প্রাণ খুলে হবে এবার মনের কথা’। শিগগিরই এ গান নিয়ে বিজ্ঞাপনটির দৃশ্যায়ন হবে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।