ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

অপূর্ব-মিথিলার নতুন নাটক ইউটিউবে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, জানুয়ারি ৩০, ২০১৭
অপূর্ব-মিথিলার নতুন নাটক ইউটিউবে অপূর্ব ও মিথিলা (ছবি: সংগৃহীত)

‘কথোপকথন’ ও ‘ফ্লিপার’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন অপূর্ব ও মিথিলা। এগুলো প্রচার হয়েছিলো পৃথক টিভি চ্যানেলে। এবার এই দুই তারকা জুটি বেঁধেছেন নতুন একটি নাটকে। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, অপূর্ব-মিথিলার এই নাটকটি কোনো টিভি চ্যানেলে প্রচার হবে না।

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ‘কথোপকথন’-এর পর নাম ঠিক না হওয়া আরেকটি নাটকে হাজির করছেন অপূর্ব ও মিথিলাকে। এর গল্পে দেখা যাবে, ৩-৪ বছর আগে পরিচয় হয় অপূর্ব ও মিথিলার।

ভালো লাগাটা থেকে যায় অপূর্বের মনে। এরপর যেদিন দেখা হয় সেদিন ছিলো মিথিলার বিয়ে। মিথিলা বলে অপূর্ব যেন তাকে নিয়ে পালিয়ে যায়। অপূর্ব মিথিলাকে নিয়ে পালিয়ে রেলস্টেশনে এসে জানতে পারে  সে অন্তঃসত্ত্বা। এমন কাহিনির নাটকটি প্রযোজনা করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। আগামী মার্চে এটি উন্মুক্ত করা হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।  

সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘এর আগেও নাটক প্রযোজনা করেছি। ডিজিটাল মার্কেটে এখন ভিডিওর চাহিদা বেশি। এ কারণে নিয়মিত নাটক প্রযোজনার কথাও ভাবছি। তবে গান আর মিউজিক ভিডিও ছাড়বো একইভাবে। ’

জহিরুল ইসলাম সোহেল ও মিজানুর রহমান আরিয়ান (ছবি: সংগৃহীত)নির্মাতা আরিয়ান জানান, এর আগে গতবছর তিনি তাহসান ও সুজানাকে জুটি করে ‘তাই তোমাকে’ নাটকটি তৈরি করেছিলেন। কাইনাটিকের ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছিলো।  

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসও    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।