ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

ভক্তদের আরো কাছাকাছি মিনার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৫, ফেব্রুয়ারি ৩, ২০১৭
ভক্তদের আরো কাছাকাছি মিনার মিনার রহমান (ছবি: সংগৃহীত)

‘কথা হয় দেখা হয়না/ জানিনা জানিনা কেন/শোনা হয় জানা হয় না/বুঝিনা বুঝিনা কেন/এভাবে আর কতোদিন চলবে চলছে যেভাবে/চলো না মেতে উঠি, কাছে আসার এই উৎসবে’—

মিনার রহমানের গাওয়া নতুন গান এটি। শ্রোতা-দর্শক আর ভক্তদের আরেকটু কাছে পৌঁছুতে যাচ্ছেন মিনার— গানটি যেন তারই বার্তা।

‘ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প’-এর থিমসং এটি। ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে প্রচার হবে পাঠকের গল্প নিয়ে তিনটি নাটক। মিনারের গানটি ব্যবহার করা হবে নাটকগুলোর প্রমোশনের কাজে।  

অন্যদিকে ২ ফেব্রুয়ারি থেকে নতুন পরিচয়ে ভক্তদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় এই গায়ক। মিনার এখন রেডিও জকি। তিনি জানান, রেডিও টুডের (৮৯.৬ এফএম) একটি বিশেষ অনুষ্ঠান হতে যাচ্ছে ‘মিনার লাইভ’। প্রতি বৃহস্পতিবার রাত ১০টা থেকে টানা ২টা পর্যন্ত চলবে মিনারের গল্প-গানের এই আসর।

* মিনারের কণ্ঠে ‘কাছে আসার উৎসবে’: 

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।