ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘আমি এখন সিনেমা হলে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৬, ফেব্রুয়ারি ৩, ২০১৭
‘আমি এখন সিনেমা হলে’ আইরিন, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘হ্যালো, আমি এখন সিনেমা হলে। হ্যা, নিজের সিনেমা দেখতে এসেছি। এখানে বেশ ভিড়…’— চিত্রনায়িকা আইরিনের সঙ্গে ফোনালাপ শুরু হয় এভাবেই।

মুক্তির প্রথম দিন (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় আইরিন তার ‘মায়াবিনী’ ছবিটি দেখছিলেন রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে। আইরিন জানান, দুপুরের প্রদর্শনী দেখতে দর্শক সমাগম বেশ ভালো।

দর্শকের পাশে বসে ছবি দেখা ‍উপভোগ করছেন তিনি। এখান থেকে তিনি যাবেন সনি সিনেমা হলে।

আইরিন বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী একটি ছবি। দর্শক উপভোগ করবেন বলে মনে হচ্ছে। বাণিজ্যিক ছবিতে এ ধরনের গল্প বলা বেশ কষ্টসাধ্য। এ ছবির মাধ্যমে তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি সম্মান জানানোর সুযোগ পেয়েছি আমরা। ’

দর্শকদের সঙ্গে সাইমন ও আইরিন (ছবি: সংগৃহীত)নবাগত নির্মাতা আকাশ আচার্যের ‘মায়াবিনী’তে প্রিয়া চরিত্রে অভিনয় করছেন আইরিন। ছবির গল্পে জনপ্রিয় মডেল হিসেবে দেখানো হয়েছে তাকে। এতে আইরিনের নায়ক সাইমন সাদিক। তার চরিত্রের নাম প্রেম। কয়েক ধরনের গেটআপে পর্দায় হাজির হবেন সাইমন।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।