ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৩, ফেব্রুয়ারি ৪, ২০১৭
বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা পিয়াঙ্কা চোপড়া (ছবি: সংগৃহীত)

হলিউড দুনিয়ায় ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড ছবিতে দীর্ঘদিন তার উপস্থিতি নেই। তবে এবার গুঞ্জণ শোনা যাচ্ছে যে, শাহরুখ খানের সঙ্গেই পর্দায় ফিরবেন তিনি। আর ছবিটি বানাবেন সঞ্জয়লীলা বানসালি।

সম্প্রতি ভারতে ছুটি কাটিয়ে গেলেন ৩০ বছর বয়সী প্রিয়াঙ্কা। আর তখনই ঘটা করে বেশ কিছু চিত্রনাট্য পড়েছেন।

সব কিছু ঠিক থাকলে এবার কিংখানের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন নায়িকা ও গায়িকা প্রিয়াঙ্কা।

সূত্র বলছে, পরিচালক সঞ্জয়লীলা ‘গুস্তাখি’ ছবিতে অভিনয় করছে এই জুটি। সাহির লুধিয়ানভির বায়োপিকের ওপর লেখা হয়েছে চিত্রনাট্য। একজন যৌনকর্মীর জীবনকে তুলে ধরা হবে ছবিতে। প্রিয়ঙ্কাকে সম্ভবত দেখা যাবে সেই চরিত্রে।

একই সূত্রের দাবি, প্রথমে নাকি এই চরিত্রের জন্যে রানী মুখোপাধ্যায়কে প্রস্তাব দেওয়া হয়েছিলো। তিনি রাজি হননি।  

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।