ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সংগীত পরিচালকের বই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
সংগীত পরিচালকের বই ক্যাপশন: ফরিদ আহমেদের বই ‘অ্যালকেমি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান (ছবি: সংগৃহীত)

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র সূচনা সংগীতসহ শ্রোতাপ্রিয় অনেক গান তৈরি হয়েছে তার হাতে। সংগীত সাধনায় পেরিয়েছেন তিন দশক। এতো বছর পর নতুন পরিচয়ে হাজির হয়েছেন ফরিদ আহমেদ। বইমেলায় এসেছে তার প্রথম কবিতার বই ‘অ্যালকেমি’।

ফরিদ আহমেদ বলেন, 'ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি অনুরাগ ছিলো। গানকে পেশা হিসেবে নেওয়ার কারণে কবিতাচর্চায় ব্যাঘাত ঘটে।

তবে মনে ক্ষুধা ছিলো। অবশেষে কবিতার বই প্রকাশ করেছি। ’

সম্প্রতি বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা-পরিচালক-অভিনেতা নরেশ ভূইয়া, নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ।

‘অ্যালকেমি’তে ৭৮ টি কবিতা রয়েছে। প্রকাশ করেছে নবযুগ প্রকাশনী। বইটির কিছু কবিতা লিখেছেন ফরিদা ফারহানা। ‘অ্যালকেমি’ পাওয়া যাবে ১৬৪, ১৬৫, ১৬৬ ও ১৬৭ নম্বর স্টলে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।