ইনটাচ ম্যাগাজিনের একটি সূত্র জানিয়েছে, ছয় সন্তানকে (ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো, নক্স ও ভিভিয়েন) দেখাশোনা করতে কোনো আপত্তি নেই হলিউডের এই অভিনেতার। কিন্তু ওদের জন্য স্ত্রীকে কোনো অর্থ দেবেন না তিনি।
ওই সূত্রে আরও জানায়, ছয় সন্তানকে ভরণপোষন না করলেও প্রত্যেক বছর প্রতিটি শিশু কল্যাণ সংস্থায় আড়াই লাখ মার্কিন ডলার জমা দেবেন পিট। যা শিশুদের কল্যাণের জন্য ব্যয় করা হবে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
বিএসকে/এসও