ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পাকিস্তানে ধরা খেলো ‘রইস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
পাকিস্তানে ধরা খেলো ‘রইস’ ‘রইস’ ছবিতে শাহরুখ খান (ছবি: সংগৃহীত)

কথা ছিলো ‘কাবিল’-এর ধারাবাহিকতায় পাকিস্তানে মুক্তি পাবে ‘রইস’। কিন্তু সেটা বোধহয় আর সম্ভব হচ্ছে না।

ভারতে শাহরুখ খানের ছবির কদর যতোই থাকুক, পাকিস্তান মুখ ফিরিয়ে নিলো তার ‘রইস’ থেকে। শাহরুখ-মাহিরা অভিনীত ছবিটিতে ইসলাম নিয়ে নেতিবাচক বার্তা রয়েছে, মুসলিমদের ‘ক্রিমিনাল’ হিসেবে চিত্রায়িত করা হয়েছে— এই কারণেই পাকিস্তানের সেন্সরবোর্ড আটকে দিলো ছবিটিকে।

 

ভারতীয় সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর গত সপ্তাহেই পাকিস্তানের সেন্সরবোর্ডের কাছে ‘রইস’-এর কপি পাঠায় ডিস্ট্রিবিউটর হাম ফিল্মস। ছবির বিষয় নিয়ে আপত্তি থাকায় পাকিস্তানে ‘রইস’ রিলিজে নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তানের সেন্সরবোর্ড। তবে এই নিষেধাজ্ঞার বিষয়ে কিছুই নাকি জানে না হাম ফিল্মস। তাদের দাবি, পাকিস্তান সেন্সরবোর্ডের পক্ষ থেকে কোনও সরকারি নথি এখনও পর্যন্ত তাদের কাছে আসেনি।  
 
আগেও ঠিক একই কারণে ভারতেই বিতর্ক তৈরি হয়েছিলো রইস নিয়ে। তবে সেই বিতর্ক দানা বাঁধতে পারেনি। এবার বোধহয় জল কিছুটা ঘোলা হতে যাচ্ছে!

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি গ৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।