ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

লক্ষ্মী পূজা করলেন মিলি সাইরাস!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, ফেব্রুয়ারি ৭, ২০১৭
লক্ষ্মী পূজা করলেন মিলি সাইরাস! মিলি সাইরাস (ছবি: সংগৃহীত)

ফলমূল, হালুয়া, প্রদীপ, ধূপ সাজিয়ে চিরাচরিত সনাতন পূজা-পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে ধর্মীয় কাজটি। মার্কিন গায়িকা মিলি সাইরাস পূজা-অর্চনার এমন ছবি নিজেই আপলোড করেছেন ইনস্টাগ্রামে। আলোচনা এ নিয়েই—

মার্কিন মুলুকের মালিবুতে নিজের বাড়িতে  বসে লক্ষ্মী পূজা করে ফেললেন মিলি! ছবিতে দেখা যাচ্ছে মিলির বাড়িতে ফল, ভোগের উপাচার নিয়ম মেনেই সাজানো। রয়েছে ধনদেবীর ছবিও।

আসন পেতে বসে সেখানে পূজাও করছেন কোনও পুরোহিত!  

কোনো সূত্রেই দেবী লক্ষ্মীর আরাধনার সঙ্গে যুক্ত হওয়ার কথা নয় মিলির। গোটা আমেরিকা যখন সুপার বোল নিয়ে মেতেছিলো সে সময়ে কেন মিলির এই পূজার আয়োজন? এর জবাব মেলেনি এখনও। মিলির ভক্তরা জানেন, অদ্ভুত আচরণের জন্য মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন এই তারকা। এটাও কী তেমন কিছু!
 
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।