ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘আগুন’ নিয়ে খেলছেন আসিফ আকবর!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩১, ফেব্রুয়ারি ৮, ২০১৭
‘আগুন’ নিয়ে খেলছেন আসিফ আকবর! মিউজিক ভিডিওর দৃশ্যে আসিফ আকবর (ছবি: সংগৃহীত)

শিল্পীকে প্রতিনিয়ত নিজেকে অতিক্রম করতে হয়। এটা একটা মধুর খেলা। আসিফ আকবরও এর বাইরে নন। ১৩ বছর পর নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে যাচ্ছেন গানের এই যুবরাজ।

২০০৩ সালে তানিয়া আহমেদের পরিচালনায় ‘উড়োমেঘ’ গানের মিউজিক ভিডিও  প্রকাশ করেছিলেন আসিফ আকবর। এটিই ছিলো তার ক্যারিয়ারে সর্বশেষ বড় আয়োজনের মিউজিক ভিডিও।

এরপর বিভিন্ন গানের ভিডিওতে স্বল্প পরিসরে উপস্থিত হয়েছিলেন। ‘আগুন’ শিরোনামের গানটিতে নতুনভাবে হাজির হচ্ছেন আসিফ।

‘লোকে বলে তুমি আগুন, ছাই বানাতে জুড়ি নাই / ভয়ে ভয়ে হাত ধরেছি , আমি কিন্তু পুড়ি নাই’— এমন কথার গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। সুর ও সঙ্গীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। গানটির ভিডিও তৈরি করেছেন সৈকত নাসির। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে ‘আগুন’ গানটির ভিডিওর চিত্রায়ণ হয়েছে এফডিসিতে।  

‘আগুন’ গানের মিউজিক ভিডিওর দৃশ্য (ছবি: সংগৃহীত)আসিফ আকবর নতুন গানটি নিয়ে বলেন, ‘গানটি আইটেম ঘরানার। এতে আমার সঙ্গে কয়েকজন মডেলও আছেন। এই গান ও ভিডিওতে আমার ভক্তরা নতুন আসিফকে দেখতে পাবেন। ’

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।