ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

তিনদিন রোজা রেখেছিলেন লিন্ডসে লোহান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, ফেব্রুয়ারি ৯, ২০১৭
তিনদিন রোজা রেখেছিলেন লিন্ডসে লোহান লিন্ডসে লোহান (ছবি: সংগৃহীত)

জানুয়ারিতে ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন জীবন শুরু করেছেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। এ কারণে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনায় এসেছে তার নাম।

এর ধারাবাহিকতায় শোয়েব রাশিদের সঞ্চালনায় কুয়েতের একটি টকশো’তে অংশ নিয়েছিলেন লোহান। সেখানে প্রশ্ন করা হয়েছিলো, তিনি কোরআন পাঠ করা শুরু করেছেন কি-না? জবাবে মার্কিন এই অভিনেত্রী বলেন, ‘আমি কোরআন পাঠ শুরু করেছি।

এরই মধ্যে ১৫ পারায় পৌঁছে গিয়েছি। ’

এ সময় তিনি আরও বলেন, ‘আমার কুয়েতি এক বন্ধুর সঙ্গে মিলে তিনদিন রোজাও পালন করেছিলাম। কাজটি কঠিন হলেও খুব ভালো ছিলো। ’  

যোগ করে ৩০ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি আমার ফোনে সবসময় কোরআন তিলাওয়াত শুনি। এমনকি এজন্য আমার আলাদা একটি অ্যাপ রয়েছে। ’

সেই অনুষ্ঠানের একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। যার ক্যাপশনে ‘মিন গার্লস’খ্যাত এই তারকা লিখেছেন, “হযরত মোহাম্মদ (সা.) বলেছেন, সবচেয়ে ভালো কাজ কোনটি? মানুষের হৃদয়কে আনন্দিত করা, ক্ষুধার্তকে খাওয়ানো, দুঃখী মানুষের দুঃখ দূর করা এবং আহত মানুষের দুর্ভোগ দূর করা। ”  

‘মিন গার্লস’ ছবিতে অভিনয়ের সুবাদে আর্ন্তজাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছেন লিন্ডসে লোহান। এরপর ‘ফ্রিকে ফ্রাইডে’ এবং ‘দ্য প্যারেন্ট ট্রাপ’ ছবিতে অভিনয় করেও আলোচনায় আসেন তিনি।

* টকশো’র ভিডিও:

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।