ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

এখনও ভালোবাসাবাসি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১২, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এখনও ভালোবাসাবাসি! হৃতিক রোশন ও সুজানা খান (ছবি: সংগৃহীত)

২০০০ সালে সুজানা খানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। ১৩ বছর সংসার করার পর ২০১৪ সালে সম্পর্কের টানেন এই জুটি।

সংসার জীবনের ইতি টানলেও বন্ধুত্ব থেকে মুখ ফিরিয়ে নেননি কেউ। বড়দিন হোক অথবা নিউইয়ার পার্টি সবখানে একসঙ্গে দেখা যায় এই জুটিকে।

এমনকি কিছু অনুষ্ঠানে হাতে হাত রেখে হাজির হয়েছেন তারা। তবে বিচ্ছেদের পরও তাদের এই ঘনিষ্ঠতাকে একটু অন্যভাবে দেখছেন সমালোচকরা।

এইতো ক’দিন আগে প্রাক্তন স্ত্রীকে নিয়ে অক্ষয় কুমার ও টুইংকেল খান্না দম্পতির সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন হৃতিক রোশন। যার একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তখন থেকেই গুঞ্জন শুরু হয় যে, আবার কাছাকাছি আসতে শুরু করেছেন হৃতিক-সুজানা।

হৃতিক রোশন ও সুজানা খান (ছবি: সংগৃহীত)এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে ডুগ্গু (হৃতিকের ডাকনাম) বলেন, ‘সুজানা এবং আমি শুধু ভালো বন্ধু। এছাড়া আমরা এখনও একে অপরকে ভালোবাসি এবং খোঁজ-খবর রাখি। এর থেকে বেশি আর কিছু নয়। ’

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।