ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনয়শিল্পী সংঘ নির্বাচন

দিনভর নবীন-প্রবীণের মিলনমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
দিনভর নবীন-প্রবীণের মিলনমেলা অর্ষা ও আবুল হায়াৎ (পেছনে চিত্রলেখা গুহ ও ওয়াহিদা মল্লিক জলি), ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টিভি নাটকের অভিনয়শিল্পী সংঘের নির্বাচন ঘিরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এখন উৎসবমুখর। কয়েক ঘণ্টা পরই জানা যাবে ভোটের হিসেব। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। 

একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়েছে ভোট। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ছুটে এসেছেন নবীন-প্রবীণ শিল্পীরা।

জয়-পরাজয় যাই হোক, শিল্পীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শান্তিপূর্ণ ভোট নাটকের জন্য ইতিবাচক ঘটনা বলেই মনে করছেন অনেকে।  

ওয়াহিদা মল্লিক জলি ও চিত্রলেখা গুহ, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমআতাউর রহমান, আবুল হায়াত, মামুনুর রশীদ, ডলি জহুর, তুষার খান, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি, নিমা রহমান প্রমুখ সিনিয়র শিল্পীদের পাশাপাশি ভোট দিতে এসেছেন নতুন প্রজন্মের অভিনয়শিল্পীরাও।  

নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন সভাপতি পদে শহিদুল আলম সাচ্চু, শহীদুজ্জামান সেলিম, ডিএ তায়েব ও গোলাম মোস্তফা। সহ-সভাপতি পদে আজাদ আবুল কালাম, আদিত্য আলম, ইকবাল বাবু, তারিন জাহান, জাহিদ হোসেন শোভন, তানভীন সুইটি ও রফিকুল্লাহ সেলিম।

ভোটকেন্দ্রের বাইরে শিল্পীদের খোশগল্প, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমঅন্যরা হলেন- সাধারণ সম্পাদক পদে আহসান হাবিব নাসিম, মীর সাব্বির ও সিদ্দিকুর রহমান। যুগ্ন সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমান মিলন, আশরাফ কবির, কামাল হোসেন বাবর, নূর মোহাম্মদ, রওনক হাসান ও সুমনা সোমা। সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান জর্জ ও শহিদ আলমগীর।

এ নির্বাচনে ২১টি পদের জন্য ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৬৬৫ জন।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭ 
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।