ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

২৫ বছরের দূরত্ব ঘুঁচলো এক সেলফিতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৫, ফেব্রুয়ারি ১১, ২০১৭
২৫ বছরের দূরত্ব ঘুঁচলো এক সেলফিতে আমির খান ও শাহরুখ খান (ছবি: সংগৃহীত)

‘২৫ বছর ধরে আমরা একে অপরকে জানি। কিন্তু একসঙ্গে এটি আমাদের প্রথম ছবি’— একটি ফটোগ্রাফ পোস্ট করে টুইটারে এমন ক্যাপশন দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ছবিতে তার সঙ্গের মানুষটি কে? তিনি বলিউড সুপারস্টার আমির খান।

দীর্ঘ বছর ধরে বলিউড মাতালেও, বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করলেও তাদের মধ্যে ছিলো না মুখ দেখাদেখি। এবার একটি পার্টিতে কাছাকাছি এলেন দুই তারকা।

 

২৫ বছরে এক ফ্রেমে তাদের ছবি ধরা পড়েছে, কিন্তু এমনটা আর ঘটেনি যে, দু’জনই এগিয়ে এসে সেলফি তোলার আগ্রহ প্রকাশ করবেন! আমির-শাহরুখের এই সেলফি তাই এখন রীতিমত ভাইরাল।  

অজয় বিজলির জন্মদিনের অনুষ্ঠানে আমির খান ও শাহরুখ খান (ছবি: সংগৃহীত)সম্প্রতি দুবাইয়ে উদ্যোক্তা অজয় বিজলির জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান ও শাহরুখ খান। এখানেই রচিত হলো নতুন ইতিহাস।

এ ছবিকে কেন্দ্র করে মুখরোচক আলোচনায় মেতেছে বলিউড। সালমান খান ও শাহরুখ খান এক ছবিতে অভিনয় করছেন। এবার তিন খানকে এক ফ্রেমে পাওয়ার অপেক্ষা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফ্রেবুয়ারি ১১, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।