ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

পাওলো আবার বললেন, ‘অস্কার শাহরুখের প্রাপ্য’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৭, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
পাওলো আবার বললেন, ‘অস্কার শাহরুখের প্রাপ্য’ পাওলো কোয়েলহো ও শাহরুখ খান (ছবি: সংগৃহীত)

‘মাই নেম ইজ খান’ (২০০৮) ছবির জন্য অস্কার পাওয়া উচিত শাহরুখ খানের। এমনটা আবারও বললেন, ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহো।

করণ প্রযোজিত ছবিটির সাত বছর পূর্তি উপলক্ষ্যে শুভকামনা জানিয়ে পাওলো তার আগের একটি পোস্টের স্ত্রিনশর্ট টুইটারের শেয়ার করেছেন। যেখানে লেখা রয়েছে “২০০৮ সালে প্রথমবার আমি শাহরুখের অভিনীত ছবি দেখেছিলাম।

সেটি ছিলো ‘মাই নেম ইজ খান’। এটি সত্যি অসাধারণ একটি ছবি এবং এর জন্য অস্কার প্রাপ্য তার। ”   

এর উত্তরে শাহরুখ তার টুইটারে লিখেছেন, ‘ধন্যবাদ। আমার পরবর্তী কাজ হবে আপনার সঙ্গে দেখা করা। ভালোবাসা রইলো। ’  

অন্যদিকে করণ জোহর লিখেছেন, ‘আপনি আমাদের ছবিটি পছন্দ করেছেন। এটি সত্যিই অনেক গর্বের। ’

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।