ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

অভিনেতা সাজুর বিয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৫, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
অভিনেতা সাজুর বিয়ে নবদম্পতি সাজু মুনতাসির ও সোনিয়া (ছবি: সংগৃহীত)

বিয়ে করলেন ছোটপর্দার অভিনয়শিল্পী সাজু মুনতাসির। পাত্রীর নাম সোনিয়া। তিনি পেশায় চিকিৎসক। বুধবার (১৫ ফেব্রুয়ারি) মালাবদল করেন তারা।

এদিন সন্ধ্যায় বেইলি রোডের একটি কনভেশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর জানান, পারিবারিকভাবে তাদের এই বিয়ে সম্পন্ন হয়েছে।

নবদম্পতি সাজু-সোনিয়াকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন অনেকে (ছবি: সংগৃহীত)এদিকে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সাজু ও সোনিয়ার বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে গায়ে হলুদ অনু্ষ্ঠানে শোবিজ অঙ্গনের অনেক শিল্পী হাজির ছিলেন। দুটি আয়োজনে উপস্থিত ছিলেন মেহের আফরোজ শাওন, পূর্ণিমা, পিয়া বিপাশা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।