ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

আগ্রায় সঞ্জয় পরিবারের স্কুটি ভ্রমণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৮, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আগ্রায় সঞ্জয় পরিবারের স্কুটি ভ্রমণ স্কুটিতে স্ত্রী মান্যতা, যমজ সন্তান শেহরান ও ইকরার সঙ্গে সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত এখন ব্যস্ত সময় পার করছেন তার নতুন ছবি ‘ভূমি’র কাজ নিয়ে। দু’দিন আগে আগ্রায় ছবিটির দৃশ্যধারণ শুরু হয়েছে। সেখানেই কাজের ফাঁকে স্ত্রী মান্যতা ও যমজ সন্তান শেহরান ও ইকরাকে নিয়ে স্কুটি ভ্রমণে বেরিয়েছিলেন বলিউডের এই সুপারস্টার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্কুটি ভ্রমণের একটি স্থিরচিত্র শেয়ার করে সঞ্জয়পত্নি মান্যতা লিখেছেন, ‘পরিবারের সকলকে নিয়ে স্কুটি ভ্রমণের সঙ্গে কোনো কিছুর তুলনা করা যায় না। ’

অন্যদিকে, একই ছবি শেয়ার দিয়ে সঞ্জয় দত্ত লিখেছেন, “জীবনটা সত্যি সুন্দর।

পরিবারের সঙ্গে স্কুটি ভ্রমণ। আগ্রায় ‘ভূমি’ ছবির দৃশ্যধারণ চলছে। আমার পরিবারও আমার সঙ্গে রয়েছে। ”

ওমাঙ্গ কুমার পরিচালিত ‘ভূমি’ ছবিতে সঞ্জয়ের মেয়ের ভূমিকায় আছেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
বিএসকে

** জেল থেকে ফেরার পর প্রথম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।