ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

দক্ষিণী ছবিতে হৃতিক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৩, মার্চ ১, ২০১৭
দক্ষিণী ছবিতে হৃতিক! হৃতিক রোশন (ছবি: সংগৃহীত)

হৃতিক রোশনের পরবর্তী ছবির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা। কারণ, বাবা রাকেশ রোশনের প্রযোজিত ‘কাবিল’-এ অভিনয়ের সুবাদে আরও একবার দর্শকদের মন জয় করতে সফল হয়েছেন বলিউডের এই অভিনেতা।

শোনা যাচ্ছে, এবার বলিউড নয়, দক্ষিণী ছবিতে দেখা যাবে বলিউডের এই সুপারস্টারকে। এটি প্রযোজনা করবেন জনপ্রিয় নৃত্য পরিচালক প্রভু দেবা।

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউ।

শুধু হৃতিক নন, বলিউডের আরও দু্ই সুপারস্টার সালমান খান ও অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেছেন প্রভু।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।