ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সালমানের ছবিতে সন্ত্রাস বেশি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
সালমানের ছবিতে সন্ত্রাস বেশি! সালমান খান ও রবি পিরজাদা (ছবি: সংগৃহীত)

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে ঝামেলায় যেতে চান না কেউই। এ কারণে ভারতীয়রা তার ছবি প্রসঙ্গে কথা বলার আগে একবারের জায়গায় দশবার ভেবে নেন। অভিনেতা পরিচয় ছাপিয়ে সালমান অসাধারণ ব্যক্তিদের মধ্যেও অন্যতম। যেখানেই যান, সেখানেই লাখো মানুষের ঢল নামে। কিন্তু সালমান সম্পর্কে পাকিস্তানি অভিনেত্রী রবি পিরজাদার মূল্যায়ন একেবারেই ভিন্ন।

লাহোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবি জানান, ‘বলিউডে যে সব ছবি মুক্তি পাচ্ছে তার সবগুলোই ক্রাইম বা সন্ত্রাসমূলক কার্যকলাপ নিয়ে তৈরি, বিশেষ করে সালমান খানের ছবিগুলো। আমার প্রশ্ন ভারতীয় নির্মাতারা যুবসমাজকে কি শিখাতে চাইছেন? মনে হচ্ছে তারা শুধু ক্রাইমের প্রচার করছেন।


 
পাকিস্তানি এই অভিনেত্রী আরও বলেন, ‘এক সময় পাকিস্তানি ছবি খুব ভালো পর্যায়ে ছিলো। এতে শিক্ষণীয় বিষয় থাকতো ও সামাজিক মূল্যবোধ দেখানো হতো। আমরা এর মাধ্যমে আমাদের সমাজকে শিক্ষা দিতাম। কিন্তু বলিউড সবকিছু পরিবর্তন করে দিয়েছে। ’

কিছুদিন আগে একটি পাকিস্তানি টেলিভিশন শো’তে বলিউড অভিনেতা সালমান খান, হৃতিক রোশন, বিরেশ দেশমুখ ও অন্যদের সম্পর্কে যা তা বলে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের আরেক অভিনেত্রী সাবা কামার।

যেখানে উপস্থাপিকা বড় স্ক্রিনে সালমানের ছবি দেখিয়ে সাবার কাছে প্রশ্ন ছিলো, এমন যদি হয় যে, সালমানের সঙ্গে তিনি অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেবেন,  তাহলে কোন কারণটি উল্লেখ করবেন? উত্তরে সাবা বলেছিলেন, ‘সালমান একজন অভদ্র। তিনি তো ঠিকভাবে নাচতেই পারেন না। ’

এরপর সাবা আরও বলেছেন, “এটি একটি মজার শো। তাই এগুলো বলেছিলাম। যেমনটি ধরে নেওয়া যাক ‘কফি উইথ করণ’-এর কথা। সেখানে মজা করে কি না বলা হয়? আমি সবাইকে ভালোবাসি। আর সালমান খান তো একজন সুপারস্টার যা অনেক সম্মানের। তাই শুধু শুধু কেনো তার নামে খারাপ কিছু বলতে যাবো আমি?”

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।