ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আট ব্যান্ড নিয়ে জয়বাংলা কনসার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
আট ব্যান্ড নিয়ে জয়বাংলা কনসার্ট ওপরে ওয়ারফেইজ, শিরোনামহীন, নিচে নেমেসিস ও চিরকুট ব্যান্ডের সদস্যরা (ছবি: সংগৃহীত)

বরাবরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয়বাংলা কনসার্ট’। ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিশেষ এই দিনটিতে এবারও থাকছে গানের পরিবেশনা। এর আয়োজক সেন্টার ফর রিসার্চের (সিআরআই) ইয়ং বাংলা প্ল্যাটফর্ম।

আয়োজকরা জানান, এবারের কনসার্ট মাতাতে মঞ্চে উঠবে জনপ্রিয় আটটি ব্যান্ড। এগুলো হলো— ওয়ারফেইজ, নেমেসিস, শিরোনামহীন, চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিক ফেইট ও শূন্য।

এবার ৬০ হাজারের বেশি তরুণ-তরুণী এ আয়োজন স্টেডিয়ামে বসে সরাসরি উপভোগ করতে পারবেন। এ ছাড়া অনলাইনেও দেখার ব্যবস্থা থাকছে।  

ছবি: সংগৃহীতকনসার্টের পাশাপাশি দেশের তরুণ সমাজকে সংগঠিত করতে আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ইয়ং বাংলা। এর মধ্যে একটি হলো 'জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড'।

২০১৫ সাল থেকে ইয়ং বাংলার সঙ্গে সম্পৃক্ত তরুণ-তরুণীদের দেশের প্রতি কাজের ভিত্তিতে প্রদান করা হচ্ছে এ পুরস্কার।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।