ঢাকা, মঙ্গলবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৭ মে ২০২৫, ২৯ জিলকদ ১৪৪৬

বিনোদন

মিনার তা জানেন না? (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৯, মার্চ ৩, ২০১৭
মিনার তা জানেন না? (ভিডিও) মিনার রহমান, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘তুমি আমি একসাথে রোদে মাখা বৃষ্টি দেখেছি/উড়ে চলা গাংচিলে শত শত স্বপ্ন এঁকেছি/পড়ে থাকা নীলখামে আকাশকে চিঠি লিখেছি/ধুলোপড়া রাজপথে ঘুরে ঘুরে সাক্ষী রেখেছি’— এমন কথায় নতুন গান বেঁধেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমান।

শুধু গান নয়, একইসঙ্গে  গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছেন মিনার। ‘ঝুম’-এর পর ‘তা জানি না’ শিরোনামের এই গান নিয়ে বেশ আশাবাদী এই শিল্পী।

গানচিল মিউজিক থেকে গত বছর প্রকাশ পায় মিনার রহমানের ‘ঝুম’। সম্প্রতি ইউটিউবে এটি কোটিবার দেখার গৌরব অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় একই চ্যানেলে শুক্রবার (৩ মার্চ) উন্মুক্ত করা হয়েছে ‘তা জানি না’র ভিডিও। ‘ঝুম’-এর মতো এতেও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

মিনার জানান, ‘তা জানি না’ মিউজিক ভিডিওটি তৈরি করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন বনি ও হৃদি শেখ।

* ‘তা জানি না’ গানের ভিডিও: 

>>> আরও পড়ুন

সাইকোলজি ধরতে না পারলে হবে না

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।