ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

আলিয়া ভাটকে হত্যার হুমকিদাতা আটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৮, মার্চ ৩, ২০১৭
আলিয়া ভাটকে হত্যার হুমকিদাতা আটক আলিয়া ভাট (ছবি: সংগৃহীত)

পঞ্চাশ লক্ষ রুপি দেওয়া না হলে আলিয়া ভাট ও তার মা সোনি রাজদানকে হত্যা করা হবে— এমন হুমকি দেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। ২৬ ফেব্রুয়ারি প্রযোজক মহেশ ভাটকে ফোন করে অজ্ঞাত এক ব্যক্তি তার স্ত্রী ও মেয়েকে হত্যার হুমকি দিয়েছিলো।

এ ঘটনায় জুহু থানায় একটি মামলা দায়ের করেছিলেন মহেশ। সোনি রাজদান ও আলিয়া ভাটকে হত্যার হুমকিদাতা আটক ব্যক্তির নাম সন্দীপ সাহু।

এ প্রসঙ্গে আলিয়ার একটি ঘনিষ্ঠসূত্র বলছে, জুহু থানায় মামলাটি দায়ের করা হলেও  পরে তা মুম্বাই পুলিশের অ্যান্টি এক্সটরশন সেলে হস্তান্তর করা হয়। এরপর তারা অপরাধীকে চিহ্নিত করে উত্তর প্রদেশ পুলিশের সাহায্যে আটক করেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
বিএসকে/এসও

** আলিয়া ও তার বাবা-মাকে হত্যার হুমকি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।