ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যমজ সন্তানের বাবা হলেন করণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
যমজ সন্তানের বাবা হলেন করণ করণ জোহর (ছবি: সংগৃহীত)

যমজ সন্তানের বাবা হয়েছেন করণ জোহর। যার মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। তাদের নাম রাখা হয়েছে, যশ ও রুহি। সম্প্রতি নিজ মুখেই এ কথা স্বীকার করেছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, ফেব্রুয়ারিতে মুম্বাইয়ের আন্ধেরির মাসরানি হাসপাতালে চিকিৎসক পদ্মজা কেসকারের তত্ত্বাবধানে জন্মগ্রহণ করেছে ওই দুই সন্তান।

শুক্রবার (০৩ মার্চ) তাদের জন্ম নিবন্ধন নথিভুক্ত করা হয়।

যেখানে নবজাতকদের বাবার নাম হিসেবে উল্লেখ করা রয়েছে করণের নাম।

এ প্রসঙ্গে এক বিবৃতির মাধ্যমে করণ জানান, আমার জীবনের দু’টি সুন্দর জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যা হলো আমার সন্তান এবং জীবন। যশ ও রুহি। চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে বাবা হতে পেরে এবং আমার হৃদয়ের টুকরোগুলোকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে খুব আবেগময় হয়ে যাচ্ছি। আমার সন্তানদের দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে শারিরীক এবং মানসিকভাবে প্রস্তুত করছি। এছাড়া তাদের যাতে নিঃশর্ত ভালোবাসতে ও যত্ন নিতে পারি সেদিকেও খেয়াল রাখছি। তারাই আমার পৃথিবী এবং আমার প্রথম অগ্রাধিকার। তাদের জন্য যদি আমার কাজ, ভ্রমণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরে যেতে হয় সেজন্যও নিজেকে প্রস্তুত করছি। ঈশ্বরের দয়ায় আমি এমন যত্নশীল ও সহায়ক মা পেয়েছি, যিনি তার নাতি নাতনিকে দেখাশুনা খুব ভালো করেই করতে পারবেন।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত এই প্রযোজক আরও বলেন, ‘আমি তার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ যিনি সারোগেট মা হয়ে আমার সারাজীবনের স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছেন। আমার সন্তানদের পৃথিবী আগমনের পূর্বে তিনিই তাদের খেয়াল ও যত্ন করেছেন। তিনি সবসময় আমার প্রার্থনায় থাকবেন। সবশেষ ধন্যবাদ জানাতে চাই চিকিৎসক জতিন সাহকে। কারণ এই সফরে একজন পরিবারের সদস্যর মতো পাশে থেকে সবসময় আমাকে সাহায্য করেছেন।

করণ জোহর এর আগেও বহু সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি বাবা হতে চান। কিছুদিন আগে নিজের আত্মজীবনী ‘দ্য আনসুইটেবল বয়’-তে তিনি লিখেছিলেন যে তিনি সন্তান দত্তক নিতে চান বা সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা হতে চান।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
বিএসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।