ঢাকা, শনিবার, ৯ কার্তিক ১৪৩২, ২৫ অক্টোবর ২০২৫, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

ভুল ব্যানারে চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২১, মার্চ ৬, ২০১৭
ভুল ব্যানারে চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক! বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনের ব্যানার (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নাম পাল্টে গেছে। অন্তত ব্যানার দেখে সেটাই প্রমাণ হয়। সত্যি কী তেমনটি ঘটেছে? ‘শিল্পী সমিতি’ নয়, ‘শিল্প সমিতি’র বনভোজন— এমন ভুল ব্যানার ও ফেস্টুনে রোববার (৫ মার্চ) দিনভর পিকনিকে মেতেছিলেন চলচ্চিত্রের শিল্পীরা। 

আশুলিয়ার বিরুলিয়া বেড়িবাঁধের কাছে প্রিয়াংকা শুটিং হাউজে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক পিকনিক বা বনভোজনে তারকাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।  

তবে এ আয়োজনে বরাবরের মতো কিছু অব্যবস্থাপনা ছিলো দৃষ্টিকটু।

এর মধ্যে অন্যতম হলো ব্যানারে ভুল বানান। ‘শিল্পী’ বানানটি একই ব্যানারের দুই জায়গায় ‘শিল্প’ লেখা হয়েছে। অনুষ্ঠান মঞ্চের ব্যাকড্রপ ও ওপরে সাঁটানো ব্যানারের ভুলটি বেশ পরে চোখে পড়ে সংশ্লিষ্টদের। এরপর তড়িঘড়ি করে ব্যাকড্রপের ভুলটি সংশোধন করা হয়। কিন্তু ভুল রয়ে যায় উপরের ব্যানার ও অনুষ্ঠান স্থলের বিভিন্ন ফেস্টুনে।  

এদিকে বনভোজনস্থলে যাওয়ার জন্য এফডিসি থেকে নির্দিষ্ট বাস সকাল ৭টায় গাড়ি ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা গড়িয়ে সাড়ে ১০টা বেজে যায়। দুপুর পর্যন্ত অনেকটা ফাঁকাই ছিলো বনভোজনের মাঠ। বিকেলে তারকাদের আনাগোনা বেড়েছিলো।  

জানা যায়, সকাল থেকে বনভোজনে ছিলেন শিল্পী সমিতির সদ্য শেষ হওয়া সহসভাপতি ওমর সানী। দুপুরের পরি উপস্থিত হন কমিটির সাবেক সভাপতি ও চিত্রনায়ক শাকিব খান, সাধারণ সম্পাদক অমিত হাসান প্রমুখ। এই আয়োজনের আরও উপস্থিত ছিলেন মৌসুমী, আমিন খান, রুবেল, ফেরদৌস, মিশা সওদাগর, সাইমন, জায়েদ খান, বুবলী, মিষ্টি জান্নাত, অমৃতা প্রমুখ। সিনিয়র শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল রানা, ফারুক, জাভেদ, আহমেদ শরীফ, অরুণা বিশ্বাস প্রমুখ।  

ছবি: সংগৃহীতপিকনিক নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন অনেক শিল্পী ও সাংবাদিক। নিমন্ত্রণপত্র না পাওয়ায় ও দেরিতে মৌখিকভাবে নিমন্ত্রণ জানানোর কারণে অনেক শিল্পীই এরিয়ে গেছেন পিকনিক। অন্যদিকে অনেক বিনোদন সাংবাদিকরা এই অায়োজনে যুক্ত হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। নিমন্ত্রণপত্র পেয়েছেন হাতেগোনা কয়েকজন সাংবাদিক।  

এসব বিষয়ে কথা বলার জন্য সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেতা অমিত হাসানকে ফোন দেওয়া হলে তিনি তা রিসিভ করেননি।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।