ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্রে ফের গাইছেন শাবানা আজমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৬, মার্চ ৮, ২০১৭
চলচ্চিত্রে ফের গাইছেন শাবানা আজমি শাবানা আজমি

ইন্দো-পকিস্তানি লেখক সাদাত হোসেন মান্টোর জীবনী নিয়ে তৈরি ‘মান্টো’ ছবিতে অভিনয় করছেন জাভেদ আখতার-শাবানা আজমি দম্পতি। এ কথা সবার জানা। নতুন তথ্য হলো, ছবিটির একটি গানে কণ্ঠ দিতে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা।

নির্মাতাসূত্রে জানা যায়, ছবিটিতে সংগীত পরিচালক ও গায়িকা জাদ্দানবাঈ চরিত্রে দেখা যাবে শাবানাকে। তাই একটি প্লেব্যাকে কণ্ঠ দেওয়ার প্রস্তাব পেয়েছেন শাবানা।

 

এবারই প্রথম প্লেব্যাক গান নয় শাবানার। এর আগে, অপর্না সেন পরিচালিত বাংলা ছবি ‘সোনাটা’তে ‘আজি ঝড়ের রাতে’ ও ‘সখি আঁধারে’ শিরোনামের দুটি রবীন্দ্র সংগীত গেয়েছিলেন তিনি।   

‘মান্টো’তে প্রধান চরিত্রে অভিনয় করছেন নওয়াজুদ্দিন সিদ্দিক।  

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।