ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

সানিকে টুইট, আইনি জটিলতায় রাম গোপাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১২, মার্চ ৯, ২০১৭
সানিকে টুইট, আইনি জটিলতায় রাম গোপাল রামগোপাল ভার্মা ও সানি লিওন (ছবি: সংগৃহীত)

খুব শিগগিরই মুক্তি পাচ্ছে রামগোপাল ভার্মার ‘সরকার থ্রি’। আর টাইগার শ্রফকে নিয়ে একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এসব কারণে কিছুদিন ধরে খবরের শিরোনামে রয়েছেন রাম। তবে এবার তার নাম এসেছে আইনি ঝামেলায় পড়ে।

বুধবার (৮ মার্চ) বিশ্বব্যাপী পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী দিবস। এ দিন সব নারীর প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়েছেন বলিউডের নামিদামি তারকারা।

ঠিক তেমনইভাবে অভিনেত্রী সানি লিওনকে একটু ভিন্ন ভঙ্গিতে শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে পড়েছেন রাম গোপাল ভার্মা।

নারী দিবেসে সানি লিওনকে উদ্দেশ্য করে একটি টুইট করেছিলেন রামগোপাল ভার্মা। যেখানে তিনি লিখেছিলেন, ‘আমার ইচ্ছা সারাবিশ্বের প্রতিটি নারী পুরুষদের যেনো সানি লিওনের মতো সুখ দিতে পারে। ’

এ কারণে, নারীদের অপমান করার অভিযোগ এনে বলিউডের জনপ্রিয় এই নির্মাতার বিরুদ্ধে মামলা করেছেন সমাজকর্মী বিশাখা মাহামব্রে। এমনকি তার টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার আবেদন করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।