ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

প্রেম করছেন সুস্মিতার ভাই ও কৃতির বোন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৬, মার্চ ৯, ২০১৭
প্রেম করছেন সুস্মিতার ভাই ও কৃতির বোন (বাঁ থেকে) সুস্মিতা সেন, রাজিব সেন, কৃতি শ্যানন ও নূপুর

বোন কৃতি শ্যাননের মতো বলিউডে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখেন নূপুর। কিন্তু এরই মধ্যে গুঞ্জন উঠেছে জনপ্রিয় এক অভিনেত্রীর ভাইয়ের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে তার।

ভারতের প্রথম বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের ভাই রাজিব সেনের সঙ্গেই নাকি প্রেম করছেন নূপুর!

সম্প্রতি রাজিব তার ইনস্টাগ্রামে নূপুরের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বন্ধু’।

অপরদিকে একই ছবির কমেন্টে নূপুর লিখেছেন, ‘ভালোবাসা’।

জানা গেছে, সুস্মিতা এক পার্টিতে তার ভাই রাজিব ও কৃতি তার বোন নূপুরকে নিয়ে গিয়েছিলেন। আর সেখানেই নাকি প্রথমবার দু’জনের দেখা হয়েছিলো। দুবাইয়ে বসবাস করেন রাজিব। কিন্তু মাঝে মধ্যে মুম্বাই আসেন তিনি।

‘রাবতা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃতি শ্যানন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সুশান্ত সিং রাজপুত। সবকিছু ঠিক থাকলে জুনে মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।