ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

হোলির শুভেচ্ছা জানিয়ে এমার নমস্কার (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, মার্চ ১০, ২০১৭
হোলির শুভেচ্ছা জানিয়ে এমার নমস্কার (ভিডিও) এমা ওয়াটসন (ছবি: সংগৃহীত)

ক’দিন আগে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের ফটোশুটে অর্ধনগ্ন হয়ে পোজ দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী এমা ওয়াটসন। অনেকেই তার নারীবাদী দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্নও তুলেছিলেন। সেসব ভুলে এবার ভারতের ভক্তদেরতে হোলির শুভেচ্ছায় নমস্কার জানিয়েছেন এমা।  

১৭ মার্চ ভারতে মুক্তি পাচ্ছে এমা ওয়াটসন অভিনীত অ্যানিমেটেড ছবি ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। এ কারণে ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেছেন ২৬ বছর বয়সী এই তরুণী।

যেখানে দেখা যাচ্ছে, ভারতীয় সংস্কৃতি মেনে নামস্কার জানাচ্ছেন তিনি। সেই সঙ্গে হিন্দুদের আসন্ন উৎসব হোলির শুভকামনাও জানান ‘হ্যারি পটার’খ্যাত এই তারকা।

এমা ওয়াটসনএমা খুব ভালো করেই জানেন ভারতের তার ভক্ত ও অনুসারীর সংখ্যা কম নয়। এ কারণেই তাদের আরও কাছে পৌঁছাতে ভিডিওটি শেয়ার করেছেন তিনি।  

* এমার হোলি শুভেচ্ছার ভিডিও

* ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।