ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পর্দা উঠলো ‘দুই বাংলার নাট্যমেলা’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
পর্দা উঠলো ‘দুই বাংলার নাট্যমেলা’র পর্দা উঠলো দুই বাংলার নাট্যমেলা-ছবি- রানা

ঢাকা: নয় দিন‍ব্যাপী ‘প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা-২০১৭’-এর পর্দা উঠেছে।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় জাতীয় নাট্যশালা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই বাংলার এ নাট্যমেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা।  

উদ্বোধন অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘এমন একটি সময় এ নাট্যমেলার আয়োজন করা হয়েছে যখন সারাদেশে খিলাফতের তর্জন-গর্জন শোনা যাচ্ছে।

আমাদের পাঠ্যপুস্তুকের পরিবর্তন নিয়ে এক শ্রেণীর মানুষ অট্টহাসি  হাসছে। আমাদের মনে রাখতে হবে আমরা যারা নাট্যকর্মী তারা সবসময় মুক্তিযুদ্ধ চেতনায় ও অসাম্প্রদায়িক দেশ গড়ার পক্ষে কাজ করতে হবে। আমাদের সামনে আজ অনেক কঠিন সময় এসেছে। ’ 

নাট্যকর্মীদের এ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে দাঁড়ানোর আহ্বান জানান সংস্কৃতিমন্ত্রী।  
    
আসাদুজ্জামান নূর বলেন, ‘সুপ্রিমকোর্টের ভাস্কর্য সরানোর জন্য তারা এখন আন্দোলন করছে। আমরা যদি তাদের এখনই না রুঁখে দিতে পারি তাহলে তারা আগামী দিনগুলোতে বঙ্গবন্ধু, অপরাজেয় বাংলা ও শহীদ মিনার সারানোর জন্য দাবি তুলবে। স্বাধীনতাবিরোধীরা আজও বসে নেই। তারা বিভিন্নভাবে নিজের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে। তাই ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় আমরা যে ভূমিকা পালন করেছি তার পুনরাবৃত্তি করার সময় এসেছে। পর্দা উঠলো দুই বাংলার নাট্যমেলা

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক রক্তের উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ৩০ লাখ বাঙালির সঙ্গে ৪ হাজার ভারতীয় সেনাও শহীদ হয়েছেন। তাই আমাদের এটি রক্তের সম্পর্ক। আমরা চাই ভারত-বাংলাদেশের বন্ধুত্ব সরকারে সরকারে না হয়ে মানুষে মানুষে হোক। দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলে তা কোনোদিনই নষ্ট হবে না। ’ 
 
দুই বাংলার এ নাট্যমেলায় প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন নাটকের প্রদর্শনী চলবে। দর্শনার্থীরা টিকেট কেটে এসব নাটক দেখার সুযোগ পাবেন। নাট্যমেলার পর্দা নামবে আগামী ১৮ মার্চ।  
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ সংস্কৃতি অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিরা।
 
বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা,  মার্চ ১০, ২০১৭
এমএ/জেডএস /এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।