নির্মাতা জানান, চট্টগ্রামের পর এবার বিকল্প পদ্ধতিতে সিলেটে দেখানো হচ্ছে সরকারি অনুদানের এই ছবিটি। নগরীর রিকাবী বাজারের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রদর্শনী শুরু হচ্ছে ১২ মার্চ, চলবে ১৬ মা্র্চ পর্যন্ত।
মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘ভুবন মাঝি’ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ৩ মার্চ। প্রিমিয়ারে ছবিটি দেখে প্রশংসা করেছিলেন বিশিষ্টজনেরা। এবার দর্শকদের মনেও আগ্রহ তৈরি করেছে এটি।
‘ভুবন মাঝি’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। তার সঙ্গে আছেন অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান। আরো আছেন কাজী নওশাবা আহমেদ, সুষমা সরকার প্রমুখ।
এদিকে ছবির গানগুলো এরই মধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে কালিকাপ্রসাদের গাওয়া ‘আমি তোমার নাম গাই’ শীর্ষক গানটি মুখে মুখে ফিরছে। ছবিটির মাধ্যমে প্রথমবারের মতো সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দোহার ব্যান্ডের এই গায়ক। ‘ভুবন মাঝি’ উৎসর্গ করা হয়েছে কালিকার স্মৃতির উদ্দেশে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এসও


