টাবু (ছবি: সংগৃহীত)
দিল্লির মেয়ে উজমা আহমেদ পাকিস্তানের ইসলামাবাদে তাহির আলি নামে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু সেই বন্ধুই তার মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ করেন উজমা। এ কারণে পাকিস্তানি আদালতের দ্বারস্থ হন তিনি। পেয়েছেন সুবিচার। উজমাকে ভারতে ফেরানোর নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানের আদালত। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ চলতি বছরের মে মাসে উজমাকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হন।
পাকিস্তান থেকে উজমাকে ফিরিয়ে আনার সেই কাহিনিকে কেন্দ্র করেই ছবি নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছেন পরিচালক ধীরাজ কুমার। শোনা যাচ্ছে, ছবিতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী টাবু।
তবে খবরটিকে গুজব উল্লেখ করে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ ধরনের কোনও ছবিতে কাজ নিয়ে কারও সঙ্গে তার কথা হয়নি।
গুঞ্জন আছে, উজমা চরিত্রে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া অথবা তাপসী পান্নুকে। এছাড়া একটি চরিত্রে অনিল কাপুর থাকবেন বলে শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
বিএসকে/এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।