ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কনা-ইমরানের ঈদ কাটবে বাহরাইনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
কনা-ইমরানের ঈদ কাটবে বাহরাইনে কনা ও ইমরান

জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও ইমরান। নিজেদের গানে পেয়েছেন সফলতা। আবার দ্বৈত গানেও তারা আলোচিত। দেশ-বিদেশের মঞ্চে নিয়মিত গান করেন ইমরান ও কনা। এরই ধারাবাহিকতায় এবার যাচ্ছেন সুদূর বাইরাইনে। ঈদুল আযহা সেখানেই কাটবে এই দুই তারকার।

বাংলানিউজের সঙ্গে আলাপে কনা বলেছেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করার আনন্দ অন্যরকম। এবার সেটি থেকে বঞ্চিত হবো।

আবার ভালো লাগছে, বাহরাইনের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারবো বলে। ’

ইমরান জানান, ঈদ উপলক্ষে এবার বেশ ‘চাপ’-এ আছেন তিনি। টানা শুটিং করছেন কয়েকদিন ধরে। এর মধ্যে নিতে হচ্ছে বাহরাইন যাওয়ার প্রস্তুতি। সব মিলিয়ে এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারে স্মরণীয় ঈদ।

বাংলাদেশের একদিন আগে আগামী ১ সেপ্টেম্বর বাহরাইনে ঈদ উদযাপিত হবে। বাংলাদেশ সোসাইটির ২০ বছর পূর্তি উপলক্ষে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বাহরাইনের তুবলির এশিয়ান স্কুলের ড. আবদুল কালাম মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।