রিয়াদের শুরুটা ২০১১ সালে ‘এয়ারটেল প্রেজেন্টস রেডিও মিউজিক্যাল ভালোবাসি তোমাকে’ নামের একটি মিশ্র অ্যালবামের মাধ্যমে। এরপর ২০১৪ সালে বের হয় তার একক ‘যদি ভাবো’।
চট্টগ্রামের সন্তান রিয়াদ কাজ করছেন আঞ্চলিক গান নিয়েও। আঞ্চলিক ভাষায় তার লেখা সুর করা ‘সাতকানিয়া-ফটিকছড়ি’, ‘জিইসির’, ‘ডিজিট্যাল ফুয়া’ গানগুলো ইউটিউবে সাড়া ফেলেছে। এর পাশাপাশি রিয়াদ গিটার বাদক হিসেবেও সুপরিচিত।
সম্প্রতি প্রকাশিত রিয়াদের ‘অভিমান’ গানটির কথা লিখেছেন পুলক অনীল, সুর করেছেন রিয়াদ হাসান, সংগীত পরিচালনা করেছেন মীর মাসুম।
* রিয়াদ হাসানের গাওয়া ‘অভিমান’:
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এসও