ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আন্তর্জাতিক এক উৎসবে বাংলাদেশের ১২ ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আন্তর্জাতিক এক উৎসবে বাংলাদেশের ১২ ছবি ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’-এর দৃশ্য

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘একাদেশমা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’। উৎসবে এবারের ফোকাস কান্ট্রি বাংলাদেশ। সেখানে দেখানো হবে দেশের ১২টি স্বল্পদৈর্ঘ্য ছবি।

সোমবার (১৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে এই আয়োজন। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।

 

সম্প্রতি উৎসব কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেইজে ফোকাস কান্ট্রি হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেছে। ‘মেড ইন বাংলাদেশ’ শিরোনামের বিভাগে থাকছে নির্বাচিত ১১জন নির্মাতার ১২টি চলচ্চিত্র।

ছবি: সংগৃহীতউৎসবে বাংলাদেশ থেকে নির্বাচিত ছবিগুলো হলো তাসমিয়া আফরিন মৌ-এর ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’, আবু শাহেদ ইমনের ‘দ্য কন্টেইনার’, ইশতিয়াক জিকোর ‘৭২০ ডিগ্রিস’, রাজীব আহসানের ‘পাপেট’, ফাহাদ খানের ‘কোল্ড স্টোরেজ’, আবরার আতাহারের ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’, সাইফুল ফারদিনের ‘বোট অব লাইফ গোইং ইন পাহাড়তলী’, মাহদী হাসানের ‘ডেথ অব আ রিডার’, জান্নাতুল ফেরদৌস আইভির ‘নীরবে’, মাহমুদ আবু নাসেরের ‘এমআরপি’, নুরুজ্জামান খানের ‘মেন উইথ নো নেম’ ও ‘চিকেন ফক্স’।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।