ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

বিনোদন

‘বাকের ভাই’য়ে মুগ্ধ সেই ছেলেটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৯, অক্টোবর ২৭, ২০১৭
‘বাকের ভাই’য়ে মুগ্ধ সেই ছেলেটি তরুণ অভিনেতা পাভেল (ছবি: সংগৃহীত)

অন্য অনেকের মতো ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই (আসাদুজ্জামান নূর) চরিত্রটি তাকেও মুগ্ধ করেছিলো। স্কুলের সহপাঠি ও এলাকার মানুষকে এই চরিত্রে অভিনয় করে দেখাতে হতো তাকে। এক সময় সেও হয়ে উঠলো এলাকার বাকের ভাই।

তার নাম পাভেল। ময়মনসিংহের বড়বাজারে তার জন্ম।

দুই ভাই ও এক বোনের মধ্যে বড় পাভেল। বাবা মোহাম্মদ আব্দুর রশিদ খানের সরকারি চাকরি, কর্মস্থল ঢাকা। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতো পাভেল।  

অভিনয়ের তৃষ্ণা বুকে নিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পেরিয়ে পাভেলকে নামতে হলো কর্মযুদ্ধে। তার ভাবনা, পেশাগত কাজের ফাঁকে অভিনয়টা করতে পারলে আত্মতৃপ্তি পাওয়া যেতো! 

সময় ও স্রোতের মতো চলে গেলো আরও কিছু বছর। পেশাগত কারণে পাভেলের পরিচয় হয় নির্মাতা ইশরার আহমেদ আদনাদের সঙ্গে। তার সহযোগিতায় মিডিয়ায় যাত্রা শুরু। আরএফএলের ইউপিভিসি ফিটিংসের একটি টিভিসিতে সুযোগ পান পাভেল। এরপর একে একে কাজ করেছেন নাটক, টেলিছবি আর স্বল্পদৈর্ঘ্য ছবিতে। এক সময় ছেড়েই দিলেন পেশাগত কাজ, অভিনয়কেই করে নিলেন ধ্যানহজ্ঞান।  

আরএফএলের কয়েকটি বিজ্ঞাপন ছাড়াও তরুণ অভিনেতা পাভেলকে দেখা গেছে কমফি ম্যাট্রেস, গ্রেট ওয়াল সিরামিকস অ্যান্ড টাইলস, মোল্লাসল্টের বিজ্ঞাপনের মডেল হিসেবে। পাভেল অভিনয় করেছেন ধারাবাহিক নাটক ‘তুমি আসবে বলে’ ও ‘অনাকাঙ্ক্ষিত সত্য-আয়না’য়। আর টেলিছবির মধ্যে আছে ‘ডাস্টবিন’, ‘বিহঙ্গমায়া’ প্রভৃতি। স্বল্পদৈর্ঘ্য ছবি হলো ‘ম্যাজিক ব্যাগ’। পাভেল এখন শিশির আহমেদ শুভর নতুন বিজ্ঞাপন ও নাটকের কাজ নিয়ে ব্যস্ত।  

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।