ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

বিনোদন

‘কৃষ ফোর’-এ ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৮, অক্টোবর ২৭, ২০১৭
‘কৃষ ফোর’-এ ক্যাটরিনা! ক্যাটরিনা কাইফ (ছবি: সংগৃহীত)

বলিউডের সুপারহিরোধর্মী সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ‘কৃষ’ অন্যতম। খুব শিগগিরই শুরু হবে এর চতুর্থ কিস্তি ‘কৃষ ফোর’-এর কাজ। প্রতিবারের মতো এবারও প্রধান চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশন। পাশাপাশি খলচরিত্রেও দেখা যাবে তাকে।

শোনা যাচ্ছে- ‘কৃষ ফোর’-এ ডুগ্গুর (হৃতিকের ডাক নাম) বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানা যায়- আগামী বছর শুরু করে ‘কৃষ ফোর’-এর দৃশ্যধারণ। ২০১৯ সালের দিওয়ালিতে ছবিটি মুক্তি পাবে ছবিটি। এটি পরিচালনা করবেন হৃতিকের বাবা রাকেশ রোশন।

গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনী নিয়ে নির্মিত ‘সুপার ৩০’ ছবির কাজ করছেন হৃতিক। সর্বশেষ ‘কাবিল’ ছবিতে দেখা গেছে তাকে। এতে তার বিপরীতে ছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।