ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র আহ্বান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র আহ্বান মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র আহ্বান

ঢাকা: ১৫তম মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণে আগ্রহী নির্মাতাদের কাছে চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য ফিকশন ও অ্যানিমেশন ফিল্ম- এই তিনটি ক্যাটাগরিতে চলচ্চিত্র জমা দেওয়া যাবে। 

শুধু ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ৩১ আগস্টের মধ্যে নির্মিত চলচ্চিত্র এ উৎসবে জমা দেওয়া যাবে। জমা দেওয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর।

বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা এতে অংশ নিতে পারবেন।

আগামী ২৮ জানুয়ারি ২০১৮ শুরু হতে যাচ্ছে ১৫তম মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (এমআইএফএফ)। ভারত সরকারের মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের চলচ্চিত্র বিভাগ উৎসবটির আয়োজক। উৎসব চলবে সাত দিনব্যাপী।  

১৯৯০ সালে শুরু হওয়া এ চলচ্চিত্র উৎসবে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা তথ্যচিত্র, ফিকশন ফিল্ম ও অ্যানিমেশন জমা দেন।  শেষবার ২০১৬ সালে অনুষ্ঠিত ১৪তম এমআইএফএফে অংশগ্রহণকারী আন্তর্জাতিক প্রতিযোগীর সংখ্যা ছিল ১৩৫ জন।

চলচ্চিত্র উৎসবের সেরা তথ্যচিত্র নির্মাতার জন্য থাকছে গোল্ডেন কাউচ অ্যাওয়ার্ড ও নগদ দশ লাখ ভারতীয় রুপি। তাছাড়া বিজয়ী স্বল্পদৈর্ঘ্য ফিকশন ও অ্যানিমেশন নির্মাতাদের জন্য থাকছে সিলভার কাউচ অ্যাওয়ার্ড। অংশগ্রহণকারীকে দু’টি ডিভিডি জমা দিতে হবে। একটি ডিভিডিতে চলচ্চিত্রের ব্লু-রে ফাইল এবং অপর ডিভিডিতে নির্মাতার ছবিসহ ব্যক্তিগত তথ্য, চলচ্চিত্রের সিনোপসিস, পোস্টার ইত্যাদি সংযুক্ত করতে হবে।

অনুষ্ঠানের বিস্তারিত তথ্য, প্রবেশপত্র, নিয়মনীতি ও যোগাযোগের পদ্ধতি এমআইএফএফের ওয়েবসাইট (www.miff.in) থেকে সংগ্রহ করা যাবে। উৎসবে সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণকারীর প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।