চার দিনব্যাপী আঞ্চলিক এ প্রদর্শনী শেষ হবে ৫ নভেম্বর (রোববার)।
প্রদর্শনীতে স্থান পাওয়া বাংলাদেশের প্রামাণ্যচিত্রগুলো হলো- প্রদীপ ঘোষ পরিচালিত ‘ক্ষতচিহ্ন’, মোহাম্মদ রোমেল পরিচালিত ‘শ্রমিক আওয়াজ’ ও ইয়াসমিন কবির পরিচালিত ‘রশি’।
‘ফিল্ম সাউথএশিয়া’র ২০তম এ চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দক্ষিণ এশিয়া থেকে তিন শতাধিকের বেশি তথ্যনির্ভর চলচ্চিত্র জমা পড়ে। যেখান থেকে যাচাই-বাছাই শেষে ৬৩টি নির্ধারণ করা হয়।
৬৩টি চলচ্চিত্রের মধ্যে ৪৫টি প্রতিযোগিতামূলক বিভাগে পাঁচটি পুরস্কারের জন্য লড়বে। যার প্রাইজমানি থাকছে সাড়ে পাঁচ হাজার মার্কিন ডলার। প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণে জুরি বোর্ডে থাকবেন নেপালের সম্পাদক ও প্রকাশক কুণ্ডা দিক্ষিত, পাকিস্তানের চলচ্চিত্র নির্মাতা ফারজাদ নবী ও ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক রাজশ্রী দাশগুপ্ত।
দুই বছর পর পর চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হয়। এ বছর উৎসবকে ‘স্টুডেন্ট ফিল্ম’ ও ‘ডকুমেন্টরিস অব ডিসেন্ট’- এ দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
জেডএস