২৭ অক্টোবর দুবাইয়ের পাম জোমিরায় ১০ হাজার ফুট উঁচুতে হেলিকপ্টার থেকে স্কাই ডাইভিং করে নামানো হয়েছে অডিও প্রকাশনার ব্যানার। বিশ্বের সবচেয়ে বড় ভবন দুবাইয়ের বুর্জ খলিফার ঠিক পাশেই আয়োজন করা হয়েছিলো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠান।
এর আগে হোটেল থেকে রজনীকান্ত, অক্ষয় কুমার ও এ আর রহমান হেলিকপ্টারে চড়ে সংবাদ সম্মেলনে অংশ নিতে যান। শুক্রবার উন্মুক্ত হয়েছে ছবিটির নতুন একটি পোস্টার।
এর আগে প্রচারণার অংশ হিসেবে ১০০ ফুট উঁচু এয়ার বেলুন উড়িয়ে দেওয়া হয় লস অ্যাঞ্জেলেসে হলিউড লেখা নিদর্শনের পাশ থেকে।
এবারই প্রথম ৬৬ বছর বয়সী অভিনেতা রজনীকান্তের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন অক্ষয় কুমার। ‘২.০’-এর খলচরিত্র ড. রিচার্ডস হিসেবে আছেন অক্ষয়। এক নিরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে পক্ষীমানবের মতো প্রাণীতে পরিণত হন তিনি। এরপর বিজ্ঞানী বাসীগারান ও তার সৃষ্টি রোবট চিট্টির বিরুদ্ধে চলে যান ড. রিচার্ডস। বাসীগারান ও চিট্টি উভয় চরিত্রেই আবারও দেখা যাবে সুপারস্টার রজনীকান্তকে।
রজনীকান্তের পাশাপাশি ‘২.০’তে আরও রয়েছেন অ্যামি জ্যাকসন, সুধাংশু পাণ্ডে ও আদিল হুসেন। ২০১৮ সালের ২৬ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
বিএসকে/এসও