ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

নতুন জীবনে অভিনেত্রী তুষ্টি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, নভেম্বর ৪, ২০১৭
নতুন জীবনে অভিনেত্রী তুষ্টি ছবি: সংগৃহীত

দীর্ঘ পরিচয়ের সূত্র ধরে প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী শামীমা ইসলাম তুষ্টি। বরের নাম সাজ্জাদুল ইসলাম ফামি। শুক্রবার (৩ নভেম্বর) রাতে তাদের বাগদান হয়ে গেলো।

তুষ্টির স্বামী আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ইউপিএসের  বিপণন বিভাগের প্রধান। রাজধানীর একটি রেস্তোঁরায় দুই পরিবারের আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে তুষ্টি-ফামির বাগদান সম্পন্ন হলো।

১৯ এপ্রিল তাদের বিয়ে।

নাটক-টিভিসি-চলচ্চিত্রে সমানতালে বিচরণ করছেন তুষ্টি। তুষ্টি অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’, শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’ ও গোলাম রব্বানী বিপ্লবের ‘স্বপ্ন ডানায়’। অভিনয়ের বাইরে সমাজকর্মেও নজর কেড়েছেন তুষ্টি। এ ছাড়া নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ-এর আইন ও কল্যাণ সম্পাদক তিনি।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।