১০ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও কমল হাসানকে নিয়ে ২৩তম ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এতে ‘কমপিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্ম’ বিভাগে বিচারক হয়েছেন ফারুকী।
এ নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা ফারুকী ফেসবুকে লিখেছেন, “আমি খুবই আনন্দিত। সিঙ্গাপুরের কানজয়ী ছবি ‘ইলো ইলো বা লাভ ডিয়াজের নর্তে’ যাঁরা দেখেছেন, তাঁদের অ্যাঞ্জেলিকে চেনার কথা। ইতালো রোমের এশিয়াটিকা ফেস্টিভ্যালের পরিচালক। আর আমি বাংলাদেশি। আগামী কয়টা দিন সিনেমা দেখে ভালোই কাটবে কলকাতায়। ”
ফারুকী এর আগেই জানিয়েছিলেন আরেকটি উৎসবে বিচারক হয়েছেন বলে। এটি অনুষ্ঠিত হবে নেপালে। কাঠমান্ডুতে ‘একাদেশমা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’ চলবে ১৭ থেকে ১৯ নভেম্বর। একাদেশমার পঞ্চম আসরে ‘মেড ইন বাংলাদেশ’ বিভাগে বাংলাদেশের ১২টা ছবি অংশ নিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসও