সম্প্রতি ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু অভিনীত ‘হালদা’।
তৌকীর আহমেদ পরিচালিত সবশেষ ছবি ‘অজ্ঞাতনামা’ ব্যাপক সমাদৃত হওয়ায় ‘হালদা’ রয়েছে দর্শক চাহিদার শীর্ষে। এই নির্মাতা ‘অজ্ঞাতনামা’ নিয়ে এখন রয়েছেন তিউনিসিয়ায়। ২৮তম কার্থেজ চলচ্চিত্র উৎসবে যোগ দিতেই দেশ ছেড়েছেন তিনি।
‘হালদা’র গল্প লিখেছেন আজাদ বুলবুল। পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ নিজেই।
‘হালদা’ তৌকীরের পঞ্চম ছবি। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে ছবিটি তৈরি হয়েছে। মা মাছেরা এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এ নদীতে ডিম ছাড়ে। নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে ছবির কাহিনিতে।
‘হালদা’ বাংলাদেশ ও বিশ্বব্যাপী পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ‘হালদা’ মুক্তি পাবার কথা রয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় ১৬ টি দেশে ছবিটি মুক্তি পাবে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসও