ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

তিনি সুইটি শেঠি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২০, নভেম্বর ৭, ২০১৭
তিনি সুইটি শেঠি আনুশকা শেঠি (ছবি: সংগৃহীত)

তেলেগু ছবি ‘সুপার’-এর মধ্য দিয়ে ২০০৫ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন আনুশকা শেঠি। ১২ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য ছবিতে। তবে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এ দেবসেনা চরিত্রে অভিনয় করে অভাবনীয় জনপ্রিয়তা জুটেছে তার।

৭ নভেম্বর ৩৫তম জন্মদিনের কেক কাটছেন জনপ্রিয় এই অভিনেত্রী। আর এদিনই জানা গেলো আনুশকার সম্পর্কে এক অজানা তথ্য।

দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রীর নাম আনুশকা নয়, সুইটি শেঠি। উইকিপিডিয়াতে গেলেও দেখা যায় এই দুটি নাম।

১৯৮১ সালের ৭ নভেম্বর ম্যাঙ্গলরে জন্ম আনুশকা শেঠির। বেঙ্গালুরুর মাউন্ট কারমেল কলেজ থেকে কম্পিউটার এপ্লিকেশনে স্নাতক ডিগ্রি রয়েছে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর। চলচ্চিত্র জগতে পা রাখার আগে একজন যোগ ব্যায়ামের প্রশিক্ষক ছিলেন আনুশকা।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।