সততা ও পরিশ্রম দিয়ে তৈরি করেছি ‘পদ্মাবতী’: সঞ্জয়লীলা
বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
সঞ্জয়লীলা বানশালি ও দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)
কর্ণি সেনার তাণ্ডব, কখনও সেটে আগুন আবার কখনও বা রঙ্গোলি নষ্ট। শুরু থেকেই এমন নানা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে ‘পদ্মাবতী’। এমনকি ছবি মুক্তিতে স্থগিতাদেশ পর্যন্ত দাবি করেছিলো বিজেপি। তবে এসব নিয়ে এতোদিন কোনও মন্তব্য না করলেও এবার নীরবতা ভাঙলেন পরিচালক সঞ্জয়লীলা বানশালি।
সম্প্রতি একটি ভিডিও বার্তা শেয়ার করে বানশালি জানান, ‘আমি সঞ্জয়লীলা বানশালি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু বলতে চাই। অনেক দায়িত্ব, সততা ও কঠোর পরিশ্রম দিয়ে ‘পদ্মাবতী’ নির্মাণ করেছি।
আমি সবসময় রানী পদ্মাবতী থেকে অনুপ্রাণিত হয়ে এসেছি। এই ছবি তার সাহস ও ত্যাগকে সম্মান করে নির্মিত। কিন্তু কিছু গুঞ্জনের কারণে এটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গুঞ্জনটি হলো, ছবিতে নাকি রানী পদ্মিনি ও আলাউদ্দিন খিলজির একটি ড্রিম সিকোয়েন্স রয়েছে। আমি এর আগেও বিষয়টি খোলাসা করেছি, এমনকি লিখিতও দিয়েছি। এই ভিডিওর মাধ্যমে আবার বলছি, ছবিতে এমন কোনও দৃশ্য নেই যেটি কারো অনুভূতিতে আঘাত করবে। এছাড়া আমরা রাজপুতদের সম্মান ও মর্যাদা অটুট রেখেছি। ’
‘পদ্মাবতী’তে নাম চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন শহিদ কাপুর ও রণবীর সিং। ১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
** সঞ্জয়লীলা বানশালির শেয়ার করা ভিডিও
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭ বিএসকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।