১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন উপলক্ষে শিলকলা একডেমির পরীক্ষণ থিয়েটার হলে নান্দনিকের উদ্যোগে লেখকের জন্ম উৎসব আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করবেন মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়)।
এদিন সন্ধ্যা ৭ টায় মঞ্চস্থ হবে ‘নৃপতি’। হূমায়ূন আহমেদ নাটকটিতে স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদ, শাসকদের একনায়কতন্ত্র ও খেয়ালিপনার বিরুদ্ধে তার নিজস্ব সাহিত্যরসে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন।
নাটকটির নির্দেশক বদরুদ্দোজা বলেন ‘স্যার নান্দনিকের মহড়া কক্ষে বসে নাটকটি রচনা করেছিলেন ও সংলাপ রচনা করেছিলেন রাজনৈতিক স্থানচ্যুতির বিরুদ্ধে। ’
নাটকটির প্রযোজনা ব্যবস্থাপক সোহেল রানা বলেছেন, ‘প্রিয় লেখককে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নিয়েছি। এটি নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনা। ’
নাটকে নাম ভূমিকায় অভিনয় করছেন আ মা মা হাসানুজ্জামান। অন্যরা হলেন নিলুফার ওয়াহিদ, সোহেল রানা, শাহ আলম, অভীক মজুমদার, রনি, মারুফ, মাহিন, শোভা, রাসেল, হাবিবুল্লাহ, রাবিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসও