ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

হাসপাতালে ভর্তি দেবের প্রেমিকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, নভেম্বর ১৯, ২০১৭
হাসপাতালে ভর্তি দেবের প্রেমিকা রুক্মিণী মিত্র।

‘চ্যাম্প’ ছবির মধ্য দিয়ে রূপালি পর্দায় অভিষেক হয় রুক্মিণী মিত্রর। এরপর অভিনয় করেছেন ‘ককপিট’-এ। নতুন ছবি ‘কবীর’-এর শুটিং নিয়ে সিকিমে ব্যস্ত সময় পার করছিলেন টলিউডের এই অভিনেত্রী। আর সেখানেই ঘটে বিপত্তি। শুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়ে বসেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, শনিবার (১৮ নভেম্বর) ‘কবীর’-এর দৃশ্যধারণ করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন রুক্মিণী। প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলিগুড়ির একটি হাসপাতালে ভর্তি করা হয়।

দেবের সঙ্গে রুক্মিণী মিত্র।  ‘কবীর’-এ রুক্মিণীর সহশিল্পী হিসেবে রয়েছেন প্রেমিক দেব। এ নিয়ে তৃতীয়বার জুটিবদ্ধ হয়েছেন তারা। এর আগে, ‘চ্যাম্প’ ও ‘ককপিট’ সিনেমায় দেখা গেছে এই জুটিকে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
বিএসকে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।