ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

গ্র্যামির লালগালিচায় ঝলমলে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, জানুয়ারি ২৯, ২০১৮
গ্র্যামির লালগালিচায় ঝলমলে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬০তম আসর হয়ে গেলো। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে রোববার (বাংলাদেশ সময় অনুযায়ী ২৯ জানুয়ারি ভোর) বসেছিল গ্র্যামির এবারের আসর।

গত বারের মতো এবার গ্র্যামির লালগালিচায় হাঁটতে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে। সাদা ও কালো রঙা সিল্কের পোশাক পরে হাজির হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।

চোখজোড়া সাজিয়েছিলেন গোলাপি আবহে। তবে সবার নজর গেছে তার পোশাকে।

লালগালিচায় আরও হেঁটেছেন লেডি গাগা, মাইলি সাইরাস, রিটা ওরার মতো তারকারা। তবে সব নজর কেড়ে নিয়েছেন প্রিয়াঙ্কা।

বলিউডের গন্ডি পেরিয়ে এরই মধ্যে হলিউডেও আলোচিত হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা। বর্তমানে আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র তৃতীয় মৌসুমের কাজ করছেন তিনি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।