ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিরাটের জন্য শ্বশুরের উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৯, ফেব্রুয়ারি ৯, ২০১৮
বিরাটের জন্য শ্বশুরের উপহার বাবা অজয় কুমার শর্মার সঙ্গে আনুশকা শর্মা ও বিরাট কোহলি

গত বছরের ১১ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ করে এখন যে যার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। বিরাট ব্যস্ত দক্ষিণ আফ্রিকার সিরিজ নিয়ে। আর আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবির শ্যুটিং করছেন আনুশকা।

দেখতে দেখতে চলে আসছে ভালোবাসা দিবস। বিয়ের পর এটি হতে যাচ্ছে বিরাট-আনুশকার প্রথম ভ্যালেনটাইনস ডে।

বিশেষ এই দিনটি নিয়ে তারা কি পরিকল্পনা করেছেন সেটি এখনও জানা যায়নি।

তবে, ভালোবাসা দিবস উপলক্ষ্যে মেয়ের জামাইকে এক অসাধারণ উপহার দিয়েছেন আনুশকার বাবা অজয় কুমার শর্মা।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, কিছুদিন আগে তেজস্বিনী দিব্যা নায়েক নামে এক কবির বই উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন আনুশকার বাবা-মা। যেখান থেকে ওই কবির স্বাক্ষর করানো একটি বইটি নিয়ে আসেন মেয়ের জামাইয়ের জন্য। যাতে রয়েছে শুধুই প্রেমের কবিতা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।