ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

মালার অ্যানিমেটেড ‘ও আমার দরদী’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
মালার অ্যানিমেটেড ‘ও আমার দরদী’ (ভিডিও) মালা

ভালোবাসা দিবস উপলক্ষে এবার জনপ্রিয় ফোক গান 'ও আমার দরদী' নতুন আঙ্গিকে নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী মালা। আর চমক হিসেবে থাকছে একটি অ্যানিমেটেড মিউজিক ভিডিও।

এ প্রসঙ্গে মালা বলেন, ‘ফোক গান আমাদের অরিজিন। কোনো ভাবেই বিলুপ্ত হতে দেওয়া যাবে না।

তাই এই শেকড়ের গানগুলোকে একটু নতুন আঙ্গিকে তুলে ধরার ক্ষুদ্র চেষ্টা। ’

তিনি আরও বলেন, ‘এই প্রথম এনিমেটেড ভিডিও বের হলো বাংলাদেশে। প্রায় দুই বছর ধরে ছবি এঁকে কাজটি করেন মৌটুসি। আর মিউজিক করেছেন টেলেন্টেড ফাইজান আহমেদ চিন্টু। ’

সোমবার (১২ ফেব্রুয়ারি) ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। সংগীতায়োজন করেছেন ফাইয়াজ আহমেদ চিন্টু ও মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মৌটুসী রহমান।

**'ও আমার দরদী' গানের ভিডিও

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এসআই/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।