ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিয়ে করছেন সংগীতশিল্পী অঙ্কিত তিওয়ারি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
বিয়ে করছেন সংগীতশিল্পী অঙ্কিত তিওয়ারি অঙ্কিত তিওয়ারি

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অঙ্কিত তিওয়ারি। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রেমিকা পল্লবী শুক্লাকে বিয়ে করবেন তিনি। সম্প্রতি এমনটাই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

প্রকাশিত ওই প্রতিবেদনে জানা যায়, গত বছর অক্টোবরে অঙ্কিতের দাদীর সঙ্গে ট্রেনে আলাপ হয় পল্লবীর। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পল্লবী শুক্লা বর্তমানে একটি বেসরকারী সংস্থায় কর্মরত।

পল্লবীকে অঙ্কিতের দাদীর এতোটাই পছন্দ হয় যে বাড়ি ফিরেই অঙ্কিতকে পল্লবীর সম্পর্কে জানান। বিষয়টি নিয়ে খুব একটি বাদ সাধেনি অঙ্কিতও।

বিষয়টি নিশ্চিত করে অঙ্কিত জানান, আমি আমার কাজ ও জীবন সম্পর্কে পল্লবী ও তার পরিবারকে সবকিছু জানিয়েছি। এছাড়া বিয়ের পর মুম্বাইয়ে আমরা যেখানে থাকবো সেটিও দেখিয়েছি তাদের।  

যোগ করে ‘সুন রাহা হ্যায়’খ্যাত এই তারকা জানান, আগামী ২০ ফেব্রুয়ারি আমাদের এনগেজমেন্ট। এরপর ভারতের কানপুরে হবে আমাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।